রাজধানী ঢাকার তুরাগ থানার এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ মামলা

0
1176

নাজমুন নাহার অপরূপা ঃ
রাজধানী ঢাকার তুরাগ থানার নলভোগ এলাকায় স্থানীয় একটি স্কুলের ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গিয়েছে। এ অভিযোগে গত ১৩ অক্টোবর, ২০১৭ইং তারিখ শুক্রবার তুরাগ থানায় নারী ও শিশু নির্যাতনের একটি মামলা দায়ের করা হয়েছে। তুরাগ থানার উপ-পরিদর্শক (এস আই) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান ওই কিশোরী বাসা থেকে এলাকার একটি বাড়িতে প্রাইভেট পড়তে যায়। সেখান থেকে রাত ৮টার দিকে বাসায় ফেরার পথে স্থানীয় শাহীন (২২) নামের এক বখাটে তাকে জোরপূর্বক নলভোগ কবরস্থানের পাশে একটি টিনসেড পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে ঐ স্কুলছাত্রী বাসায় গিয়ে তার মার কাছে বিষয়টি জানায়। এরপর উক্ত শিশুটির পরিবার তুরাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। তিনি আরও জানান, মামলায় নলভোগ পুকুরপাড় এলাকার শাহ আলমের ছেলে বখাটে শাহীনকে আসামি করা হয়। উক্ত কিশোরীকে সাড়ে ১১টার দিকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ধর্ষক শাহীন পলাতক রয়েছে, তাকে ধরার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here