অপরাধ বিচিত্রা প্রতিনিধিঃ কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকিসহ কয়েকটি অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবুল খায়ের গ্রুপের চার পরিচালককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরা হলেন– আবুল কাশেম, আবুল হাশেম, মো. আবু সাঈদ চৌধুরী ও শাহ শফিকুল ইসলাম।
আগামী ২১ ও ২৪ ডিসেম্বর তাদের দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে গতকাল সোমবার চট্টগ্রামের পাহাড়তলীতে আবুল খায়ের গ্রুপের প্রধান কার্যালয়ে আলাদা নোটিস পাঠানো হয়েছে বলে দুদকের এক মুখপাত্র জানিয়েছেন। এদের মধ্যে কাশেম ও হাশেমকে ২১ ডিসেম্বর ও বাকিদেরকে ২৪ ডিসেম্বর দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন জিজ্ঞাসাবাদ করবেন।
দুদক কর্মকর্তারা জানান, আবুল খায়ের গ্রুপের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি ছাড়াও ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ ও মালিকদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অক্টোবর থেকে এই অভিযোগের অনুসন্ধান শুরু করে কমিশন।