রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মোস্তফা হাওলাদার সভাপতি ও সাইদুর রহমান সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার দিনব্যাপি সদরের ডাকবাংলো এলাকায় অনুষ্ঠিত এ নির্বাচনে ১শ’ভোটারের মধ্যে ৯৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং তা থেকে ত্রুটির কারনে ১টি ভোট বাতিল হয়ে যায়। নির্বাচিত অন্যরা হল-সাংগঠনিক জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ শহিদুজ্জামান ও প্রচার সম্পাদক রফিকুল ইসলাম। নির্বাচন পরিচালনা করেন ঝালকাঠি জেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সহসভাপতি শহিদুজ্জামাান।