রাজাপুরে ন্যাশনাল সার্ভিস প্রশিক্ষণের শুভ উদ্বোধন

0
1032

রাজাপুর(ঝালকাঠি)প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ন্যাশনাল সার্ভিস কর্মসূচী (৬ষ্ঠ পর্বের) আবেদন কারীদের তিন মাসের প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বরিবার বিকাল ৪টায় উপজেলার অডিটরিয়ামে উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ঝালকাঠি জেলা প্রশাসক হামিদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

Advertisement

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, যুব উন্নয়ন উপ-পরিচালক মিজানুর রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু। এছাড়াও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আল-আমিন বাকলাইর সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজাপুর থানা অফিসার ইনচার্জ শামসুল আরেফিন, ইউপি চেয়ারম্যান সদর আনোয়ার হোসেন মৃধা মজিবর, মঠবাড়ি মোস্তফা কামাল সিকদার প্রমূখ। উল্লেখ্য উপজেলার ১৩৭৯ জন নারী-পুরুষ আবেদন করলেও বাছাই পর্বে ১১২৬ জনকে নির্বাচিত করা হয়। এদের মধ্যে ৪৭৯ জন পুরুষ ও ৬৪৭ জন মহিলাকে ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর (৬ষ্ঠ পর্বের) ৩ মাস মেয়াধী প্রশিক্ষন দেয়া হবে।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here