রাজাপুর(ঝালকাঠি)প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পূজামন্ডপ তৈরি করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। রোববার সকাল সাড়ে ১০টায় রাজাপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে উপজেলার উত্তর বাঘরী গ্রামের মৃত হেমায়েত উদ্দিন খাঁনের ছেলে আমিনুল ইসলাম, পিংড়ি গ্রামের মৃত আঃ হামেদ সিকদারের ছেলে নাসির সিকদার ও মজিদ সিকদারের ছেলে সোহেল সিকদার সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করেন।
তারা লিখিত অভিযোগে জানায়, ১নং অভিযোগকারীর মাতা মৃত মাহমুদা বেগম বাঘরী মৌজার জে,এল নং ৪৯ খতিয়ান নং ৩৮৯ যাহার এসএ দাগ নং ২১৫ থেকে ১৯৮০ সালের ১৭ জুলাই উপজেলার দেবেন্দ্রনাথ মন্ডলের কাছ থেকে ৩ শতাংশ জমি সাব কবলা মূলে ক্রয় করে। যার দলিল নং ২০১৫। ২ ও ৩ নং অভিযোগকারী জানায়, তাদের পিতা হামেদ সিকদার ও মজিদ সিকদার উপরে উল্লেখিত একই দাগ খতিয়ান থেকে তারাও ৩ শতাংশ জমি দেবেন্দ্রনাথ মন্ডলের ভাই নগেন্দ্র মন্ডলের কাছ থেকে ক্রয় করে যার দলিল নং ২০০২। দেবেন্দ্রনাথ মন্ডল ও নগেন্দ্র মন্ডল দুই ভাই ঐ জমির দখল বুঝাইয়া দেয় যার হাল নাগাদ খতিয়ান নং ১১২ বি,এস দাগ নং ২৬৮ তাদের নামে রেকর্ড হয়েছে। উক্ত জমিতে তারা ভোগ দখল করে আসছে এবং কয়েক লক্ষ টাকার গাছপাল রোপন করেন। কিন্তু হঠাত করে দেবেন্দ্র নাথ মন্ডল ঝালকাঠি আদালতে ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি এম,পি নং ৮৪/২০১৩ (রাজা) মামলা করলেও ২০ ডিসেম্বর তার রায় অভিযোগকারীদের পক্ষেই আসে। তারা সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করে বলেন, দেবেন্দ্র নাথ মন্ডল মামলায় হেরে গিয়ে থেমে যায়নি চলতি বছরের ১ ডিসেম্বর রাতের আধারে তার ছেলে সঞ্জয় মন্ডল ও অপরিচিত ভাড়াটিয়া লোকজন নিয়ে জমি দখলের উদ্দেশ্যে তাদের (অভিযোগকারীদের) ভোগ দখলকৃত জমিতে একটি পুজামন্ডপ তৈরি করেন। এ ঘটনায় রাজাপুর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে তারা জানায়। এমতাঅবস্থায় নিরুপায় হয়ে তারা (অভিযোগকারীরা) সংবাদস ম্মেলনের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করছেন।