রাজাপুরে সংখ্যালঘুর জমি দখলের অভিযোগ

0
731

ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠির রাজাপুরের বাঘরি গ্রামে শীতকালিন আগাম ফসল ও বনজ গাছ কেটে এক হিন্দু পরিবারের জমি দখলের চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষরা। এঘটনায় জমির মালিক দেবেন্দ্রনাথ মন্ডলের পুত্র সঞ্জয় মন্ডল রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ তিনি উল্লেখ করেন, রাজাপুর থানার বাঘরি মৌজার জেএল ৪৯, এসএ খতিয়ান ৩৮৯/২৮৩ ও ২১৫ নং এসএ দাগ এর ১০ শতাংশ সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এ বিষয়ে উভয় পক্ষ মিমাংসার জন্য শালিস মেনে অচল নামায় স্বাক্ষর রয়েছে। তা উপেক্ষা করে বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে মোঃ আমিনুল ইসলাম খান রিয়াজ, লিটু খান, হায়দার আলী খান, সোবাহান সিকদারসহ আরো ৮/১০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে উক্ত জমিতে প্রবেশ করে সৃজিত শীতকালীন আগাম সবজি ও বিভিন্ন জাতের বনজ গাছ কেটে ফেলে। রাজাপুর থানা পুলিশ অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করে। প্রতিপক্ষরা জমির মালিক দেবেন্দ্রনাথ মন্ডল ও তার পরিবারকে জমির কাছে না আসার জন্য ২২ জুলাই রাজাপুর থানায় একটি সাধারন ডায়েরী করে এবং  বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছে বলে জানার অভিযোগকারী সঞ্জয় মন্ডল।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here