রাজাপুরে ৩শ’ ২ কৃষক পেল বিনামূল্যে সার-বীজ

8
1009

ঝালকাঠির রাজাপুরে ৬টি ইউনিয়নের ৩শ’ ২ কৃষক বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারন অদিধপ্তরের আয়োজনে রবি ২০১৭-১৮ মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে আয়োজিত বিতরনী অনুষ্ঠানে এসব তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান।ইউএনও আফরোজা বেগম পারুলের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা রিয়াজ উল্লাহ বাহাদুর, তিলক কুমার ঘোষ, আব্দুস সালাম আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।সূত্র জানায়, দেড় শ’ জনকে ২ কেজি ভুট্টা, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং বাড়িদের ৮ কেজি খেসারী ডাল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি ও ২ জনকে ২০ গ্রাম বিটি বেগুন বীজ, ১৫ কেজি করে ডিএপি ও ১৫ কেজি করে এমওপি সার বিতরন করা হয়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here