জাকির সিকদার,সারাদেশের ন্যায় ঝালকাঠি রাজাপুর উপজেলায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সহযোগী সংগঠণ সাইডোর আয়োজনে এনজিও ফাউন্ডেশনের সহযোগীতায় ২ডিসেম্বর ২০১৭ সকাল ১০.৩০ মিনিটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে থেকে র্যালিটি শহরের মূল সড়ক পদক্ষিন শেষে সাইডো কার্যালয়ের হলরুমে আলোচনা সভা শুরু হয়।
থানা ক্লাব সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ মো. শাহজাহান মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা পরিষদের সভাপতি কবি মাহামুদা খানম, সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহ¦াজ আনোয়ার হোসেন মজিবর মৃধা,রাজাপুর পাইলট বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমির খশরু বাবুল,রাজাপুর পাইলট মডেল বালক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু নিত্যানন্দ সাহা, মো. মাহাবুব মোর্শেদ সোহেল,আব্দুল ইউনুস গাজী,রাজাপুর প্রেস ক্লাব সিনিয়র সহ সভাপতি মো.এনামুল হোসেন খান,রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি মো. অহিদ সাইফুল,মিতু সেতু এডুকেশন এন্ড চ্যারিট্যাবল সোসাইটির নির্বাহী পরিচালক মো. নুরুজ্জামান, ও নলছিটি মডেল সোসাইটি পরিচালক মো. খলিলুর রহমানসহ কম্পিউটার কোর্সের শিক্ষার্থীরা।অনুষ্ঠানে তিন মাস মেয়াদী ৪টি কম্পিউটার কোর্সের ৫৬ জন শির্ক্ষ্থীদের মাঝে সনদ প্রদান করা হয়।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল।