জাকির সিকদার, ঝালকাঠি রাজাপুরে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিঃ বাগেরহাট বাংলাদেশের উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর ২০১৭ দুপুর ২টায় নুরনগর,তুলাতলা বন্ধু বেকারী মাঠে রাজাপুর সিনিয়র মাদ্রাসা প্রিন্সিপল মাওঃ আছাদুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন কোম্পানী চেয়ারম্যান আলহা¦জ মাওঃ মো.আনিসুর রহমান,প্রধান বক্তা ছিলেন আলহ¦াজ এম.এ মান্নান তালুকদার কোম্পানী প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক।বিশেষ অতিথি ছিলেন আলহ¦াজ মাওঃ অধ্যক্ষ রুহুল আমীন, পরিচালক (উন্নয়ন শাখা),মো.শাহানুর রহমান শামীম, পরিচালক (প্রশাসন শাখা) সাবিল গ্রুপ,বাংলাদেশ,ও মাওঃ মুফতি রুহুল আমীন প্রিন্সিপল,বাগেরহাট । এছারাও স্থানীয় সূধীজনসহ গন্যমান্য ব্যক্তিবর্গগন।