রাজিবপুরে শিবের ডাঙ্গি বাজারে ১৫ দোকান পুরে ভস্মিভ’ত কোটি টাকার ক্ষতি সাধন

0
449

 রৗমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলাধী রাজিব পুরের সদর ইউনিয়নের শিবের ডাঙ্গি বাজারে আগুনে পুরে গেছে ১৫টি দোকান। এতে ক্ষতি সাধিত হয়েছে কোটি টাকার উপরে। গতকাল বৃহস্পতিবার ৭ সেপ্টম্বর কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার শিবের ডাঙ্গি বাজারে রাত আনুমানিক ১টার দিকে ময়নাল হকের মনোহারী দোকান থেকে আগুনের সুত্র পাত ঘটে।
এতে পুড়ে গেছে নানা পন্য সামগ্রীর ১৫টি দোকান ঘর। ময়নাল হকের দোকানে অন্যান্য মালামালের সাথে পেট্রোল এর ড্রাম থাকায় মুহুত্বের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাজারে।রাত গভীর হওয়ায় কোনোপ্রকার মালামাল উদ্ধ্যার করা সম্ভব হয়নি বলে দোকান মালিকরা জানায়।আগুনে পুড়ে যায়  ময়নাল হক, আয়নাল হক, সামসুল হক, আলি হোসাইন কারী, মোকলেছুর রহমান, আনার আলী, সিদ্দিক আলী, সুলতান, আঃ ছালামসহ ১৫জনের  দোকান ঘর। এব্যাপারে দোকান মালিকরা জানান, তাদের আয়ের উৎস একমাত্র দোকান ঘর। এই দোকানের আয়ের উপরে চলতো তাদের সংসার। আগামী দিনগুলো কিভাবে চলবে এনিয়ে হতাশায় পড়েছেন তারা।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here