রিয়ালের অনুশীলনে বেল ৬৩ দিন পর

0
702

ক্রিড়া প্রতিবেদকঃ  ইনজুরির কারণে চলতি মৌসুম শুরুর পুরোটা সময়ই মাঠের বাইরে থাকতে হয়েছে গ্যারেথ বেলকে। তবে নতুন বছরে পা রাখার আগেই দীর্ঘ ৬৩ দিন পর রিয়ালের অনুশীলনে ফিরেছেন রিয়াল মাদ্রিদ তারকা। বেলের সঙ্গে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন কেইলর নাভাস ও মাতেও কোভাসিস। গত ২৩ সেপ্টেম্বর বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলতে নেমে গোড়ালির চোটে পড়েন বেল। এরপর থেকে আক্রমণভাগের অন্যতম সেরা এ তারকাকে দলে পাননি রিয়াল কোচ জিনেদিন জিদান।বেলের সঙ্গে মাঝপথে কিছুদিন দিন ইনজুরিতে ছিলেন রিয়ালের আক্রমণ ভাগের আরেক সেনানী করিম বেনজেমা। এছাড়া মৌসুমের শুরুর দিকে রিয়াল শিবিরের সেরা তারকা রোনালেদোর নিষেধাজ্ঞায় এবারের মৌসুমের শুরুটা নিজেদের মতো করে রাঙাতে পারেনি রিয়াল মাদ্রিদ। বর্তমানে লা লিগা পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে আছে লস ব্লাঙ্কোসরা।
কোপা দেল’রেতে ফুয়েলাব্রাদার বিপক্ষে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রিয়াল। ওই ম্যাচে দলের সেরা আক্রমণত্রয়ী বিবিসি খ্যাত বেল-বেনজেমা ও ক্রিস্টিয়ানো রোনালদোকে নামানোর পরিকল্পনা রয়েছে রিয়াল কোচ জিদানের।

Advertisement

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here