রুপগঞ্জ প্রতিনিধি ঃ
রুপগঞ্জ বরপা এলাকায় অবস্থিত অন্তিম গার্মেন্টস শ্রমিকরা হঠাৎ বেতনের দাবিতে আন্দোলন শুরু করে। গার্মেন্টস বন্ধ করে বিক্ষোভ শুরু করে হাজার খানেক শ্রমিক। বন্ধ করে দেওয়া ঢাকা-সিলেট মহাসড়ক। শ্রমিকদের আন্দোলনের কথা শুনে ছুটে আসেন তাবাব পৌর যুবলীগের ত্রান বিষয়ক সম্পাদক বায়েজিত সাউদ। বায়েজিত সাউদকে শ্রমিকরা দেখতে পেয়ে শান্ত হন শ্রমিকরা। বায়েজিতের কাছে শ্রমিকরা তাদের বেতনসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। শ্রমিকদের সমস্যা শুনে যুবলীগ নেতা বায়েজিত গার্মেন্টস মালিক পক্ষকে শ্রমিকদের সমস্যা সমাধান করার জন্য চাপ দেন। মালিকপক্ষ শ্রমিকদের বেতনসহ যাবতীয় সকল সমস্যা সমাধান করা হবে বলে জানান। শ্রমিকদের সমস্যা সমাধানের সহযোগীতা করায় শ্রমিকরা যুবলীগ নেতা বায়েজিত সাউদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রমিকরা বলেন, দীর্ঘদিন যাবৎ পাওনা বেতন দিচ্ছেনা অন্তিম গার্মেন্টসের মালিকপক্ষ। তাই সোমবার পাওনা বেতনের দাবিতে গার্মেন্টসে আন্দোলন করা হয়। পরে যুবলীগ নেতা বায়েজিত সাউদের আশ্বাসে তারা আন্দোলন বন্ধ করে যার যার কর্মস্থলে যান। যুবলীগ নেতা বায়েজিত সাউদ বলেন, অন্তিম গার্মেন্টসে শ্রমিক অসন্তোষে কথা শুনে দ্রুত আমি ঘটনাস্থলে যাই। শ্রমিকদের সকল সমস্যার কথা শুনে গার্মেন্টস মালিকপক্ষে সাথে কথা বলে তা দ্রুত সমাধান করা হবে বলে শ্রমিকদের জানাই। পরে শ্রমিকরা শান্ত হয়ে যার যার কর্মস্থলে ফিরে যায়।