রুপগঞ্জে এতিম ভাতিজার জমি জালিয়াতি

0
643

সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিয়াস আহমেদ (১২) নামে এক এতিম শিশুর সমস্ত জমি তার চাচারা জালিয়াতি করে লিখে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকায়। বিষয়টি নিয়ে কয়েক দফা বিচার সালিশ হলেও সেই রায় মানছে না পিয়াসের চাচা আব্দুল হাকিম, আব্দুস সামাদ, মো. গোলজার হোসেন ও হাকিমের ছেলে নাজমুল।

Advertisement

 

আর এ কারনে বরুনা গ্রামবাসী লিখিতভাবে হাকিমদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে। ক্ষুব্ধ পিয়াসের চাচারা গতকাল শুক্রবার সকালে তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। বর্তমানে এতিম পিয়াস চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
জানা যায়, বরুনা এলাকার মৃত আবুল হাশেমের একমাত্র ছেলে পিয়াস (১২)। ছেলের ৯ বছর বয়সে পিয়াসের বাবা মা মারা যান। এরপর থেকে তার চাচা আব্দুল হাকিম, আব্দুস সামাদ, মোঃ গোলজার হোসেন ও হাকিমের ছেলে নাজমুল পিয়াসের সমস্ত সম্পতি আত্মসাৎ করতে ছক কষতে থাকে। গত ৩০ আগস্ট পিয়াস ও তার চাচাদের নামে একটি জমি কেনার কথা বলে পিয়াসের মালিকানাধীন বাড়িসহ ১৭ শতাংশ জমি জালিয়াতি করে তাদের নামে লিখে নেয়া হয়। জালিয়াতির বিষয়টি প্রকাশ হলে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে। বর্তমানে এতিম পিয়াস চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এছাড়া পিয়াসকে বিভিন্ন মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে বলেও জানা গেছে। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা বৈধভাবেই জমি লিখে নিয়েছেন বলে দাবি করেন।

 

 

 

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here