রূপগঞ্জে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের অভিযোগে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে উপজেলার মুড়াপাড়া বাজার ও রূপসী এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করা হয়। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মাহফুজুর রহমানের নেতৃত্বে প্রশাসন প্রথমে রূপসী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত বসায়। সেখানে প্লাস্টিক বস্তা ব্যবহার করার অভিযোগে একটি কাভার্ডভ্যানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মুড়াপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত নিষিদ্ধ পলিথিন ব্যবহারের অভিযোগে ৪টি দোকানকে ৬ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।