রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে

0
671

প্রস্তুতি সভায় সর্বত্র নিরাপত্তা নিশ্চিতসহ সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের যাবতীয় কাজ সম্পন্নের নির্দেশ ভূমিমন্ত্রীর
মাননীয় প্রধানমন্ত্রী রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্প পরিদর্শন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ সর্বত্র নিরাপত্তা নিশ্চিতসহ সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের যাবতীয় কাজ সম্পন্নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
পাকশি রূপপুর রিসোর্ট অডিটোরিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পে আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী এ নির্দেশ দেন।
চলতি নভেম্বরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের কথা রয়েছে। মন্ত্রী সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের কাজ পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। বিদ্যুৎ, পানি, ফায়ারসার্ভিস, স্বাস্থ্য, জনস্বাস্থ্য বিভাগ, তথ্য, জেলা পরিষদ, পুলিশ, সেনাবাহিনীসহ দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর স্ব স্ব প্রতিনিধিগণ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই জেল হত্যা দিবস উপলক্ষ্যে মরহুম জাতীয় চার নেতার বিদেহী আত্মার প্রতি বিন¤্র শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
পাবনা জেলা প্রশাসক রেখা রাণী বালোর সভাপতিত্বে এসময় পাবনা জেলার এম.পি খন্দকার আজিজুল হক আরজু, এম.পি. মকবুল হোসেন, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
‍ৃ

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here