রেজাউল ইসলাম (তুরান) ঃ রূপসা উপজেলায় একাধিক ইট ভাটা থেকে এখনও বের হচ্ছে বিষাক্ত কালো ধোয়া, এই কোলো ধোয়া মানুষের জন্য খুবই ক্ষতিকর। রূপসার শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর নামক স্থানে কয়েকটি ইটের ভাটা ঘুরে এর সত্যতা পাওয়া যায়। এছাড়াও ১নং,৩নং ও ৫নং ওয়ার্ডে ও ভাটা থেকে কালো ধোয়া বের হতে দেখা যায়। ইট ভাটার কাজে যে কাচামাল ব্যবহৃত হয় যেমন কাঠ ও খনিজ কয়লা।
এই কাঠ কয়লা মানুষের দেহের অনেক ক্ষতি করে থাকে। এ ব্যাপারে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তমাল রায় এর সাথে কথা বললে তিনি জানান এই ইট ভাটার কালো ধোয়া খুবই মারাতœক। এই কালো ধোয়ার কারনে মানুষের অনেক ধরনের রোগ দেখা দিতে পারে। যেমন- ঈ.ঙ.চ.উ ও শ^াসতন্ত্রে ক্ষতি হতে পারে। তিনি আরও বলেন যে ভাটা থেকে কালো ধোয়া বের হয় তার ১ কিলোমিটারের ভিতরে যারা থাকে তাদের এই কালো ধোয়ায় বেশি ক্ষতি হয়ে থাকে। তিনি বলেন, শীতের সময় যখন ভাটার কাজ চলে তখন ভাটার ধোয়া ঠান্ডা থাকার কারনে শরীরে বেশি ক্ষতি হয়ে থাকে। এ ব্যাপারে এলাকাবাসীর মতামত জানতে চাইলে তারা জানান এই ইট ভাটার কালো ধোয়া আমাদের বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। যদি ভাটার কালো ধোয়া বন্ধ হয়ে সাদা ধোয়া বের হয় তাহলে আমাদের কোন সমস্যা হতো না। এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে।