রেড এলার্টে বালি আগ্নেগিরির তান্ডবে বিমানবন্দর বন্দর

0
688

অপরাধ বিচিত্রা ডেস্ক ইন্দোনেশিয়ার বালি দ্বীপের মাউন্ট আগুংয়ের জ্বালামুখ দিয়ে প্রচণ্ড ধোঁয়া ও ছাই উদগীরণ শুরু হওয়ায় দ্বীপের প্রধান বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি দ্বীপটির বেশ কয়েক হাজার অধিবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

Advertisement

এর আগে গতকাল ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ও আঞ্চলিক প্রশাসন বিপদসংকেত দিতে বিমান চলাচলে সর্বোচ্চ সতর্কতা জারি করে। আগ্নেয়গিরির ঘন ধোঁয়ায় বালি দ্বীপের আকাশ ঢেকে যাওয়ায় এ ‘রেড এলার্ট’ জারি করা হয়। ছাইয়ের মেঘ ১৯ হাজার ৬৫৪ ফুটের বেশি উচ্চতায় পৌঁছে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

বালির প্রধান বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ আছে বলে জানায় স্থানীয় বিমানবন্দর কর্তৃপক্ষ। ছাইয়ের কারণে বিমানের ইঞ্জিন নষ্ট হওয়ার আশঙ্কায় ফ্লাইট বাতিল করা হয়েছে। ভ্রমণকারীদেরকে তাদের ফ্লাইটের খোঁজ নেওয়ার জন্য এয়ারলাইন্স কিংবা ট্র্র্যাভেলে এজেন্টদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

ধোঁয়ায় ঢেকে যাওয়া এলাকাগুলোতে কর্তৃপক্ষ মাস্ক বিতরণ শুরু করেছে। তবে বিমানবন্দর এবং অন্যান্য সরকারি কার্যালয় থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “এখনও শুধুমাত্র নির্দিষ্ট একটি এলাকায় আগ্নেয় ছাই দেখা যাচ্ছে এবং বাতাসে বিপজ্জনক মাত্রায় ছাইয়ের উপস্থিতি এখনও পাওয়া যায়নি।মাউন্ট আগুংয়ের জ্বালামুখ দিয়ে প্রচণ্ড বেগে ছাই আকাশে ছয় হাজার মিটারের বেশি উচ্চতায় উঠে চারপাশে ছড়িয়ে পড়ছে। ছাইয়ে আশেপাশের সড়ক, গাড়ি ও ভবন ঢাকা পড়ে গেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here