রোনালদো বলেছেন আমিই সর্বকালের সেরা

0
812

নিজেকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবেই দাবি করলেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো। পেলে, জিনেদিন জিদান কিংবা রবার্তো কার্লোসের মতো কিংবদন্তিও সেরা মানেন পর্তুগিজ তারকাকে। তবে রোনালদো নিজেকে নিয়ে গেলেন আরও উঁচুতে। শুধু ‘সেরার’ কাতারে নয় বরং সর্বকালের সেরা ফুটবলার হিসেবেই দাবি করেন তিনি।

Advertisement

 

আরও একবার লিওনেল মেসিকে পেছনে ফেলে ফু্টবলের সবচেয়ে মর্যাদার ট্রফি ব্যালন ডি’অর হাতে তুলেছেন রোনালদো। এ নিয়ে পঞ্চমবার জিতলেন ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’-এর দেওয়া পুরস্কারটি। মেসির সমান ব্যালন ডি’অর জিতে পর্তুগিজ তারকার দাবি, নিজের চেয়ে ভালো আর কাউকে চোখে পড়েনি তার। ‘ফ্রান্স ফুটবল’কে দেওয়া সাক্ষাতকারে রোনালদোর ঘোষণা, ‘আমিই সর্বকালের সেরা খেলোয়াড়।’

সবার প্রতি শ্রদ্ধা রেখেই নিজেকে এমন উঁচুতে তুলেছেন রোনালদো, ‘সবার পছন্দের প্রতি শ্রদ্ধা আছে আমার, তবে সত্যি বলতে আমার চেয়ে ভালো আর কাউকে দেখিনি। আর এটা আমি সবসময়ই ভেবে এসেছি। যেটা আমি করতে পারি, সেটা আর কোনও ফুটবলার করতে পারে না।’

অন্যদের সঙ্গে নিজের পার্থক্যটাও তুলে ধরেছেন তিনি, ‘আমার মতো পরিপূর্ণ খেলোয়াড় আর কেউ নেই। আমি দুই পায়েই খেলতে পারি, আমার গতি আছে, শক্তি আছে, ভালো হেড করতে পারি; আমি গোল যেমন করতে পারি, তেমনি গোল করাতেও পারি।’ মেসির সঙ্গে তার তুলনা চলে সবসময়। কে সেরা- সেই আলোচনা ঝড় তোলে ফুটবলের অলিগলিতে। প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তার পার্থক্যটা দেখিয়ে আরও একবার সেরা নিজেকে সেরা দাবি পর্তুগিজ তারকার, ‘অনেক মানুষ আছে যারা নেইমার কিংবা মেসির কথা বললেন। কিন্তু আমি আপনাকে বলছি, তাদের কেউই আমার মতো পরিপূর্ণ খেলোয়াড় নয়। আমিই সেরা।’

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here