রৗমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলার নটানপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুবক্কর সিদ্দিক হার্ড ষ্টোকে মারা গেছেন (ইন্নালিল্লাহি………রাজেউন)। গত বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধা ৬টায় হটাৎ অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে দ্রুত রৌমারী স্বাস্থ্য কম-প্লেক্সে নিয়ে এলে কতব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৫ ছেলে ৫ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যাদায় রৌমারী কেন্দ্রীয় কবরস্থানে সমাহিত করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংকর রায়, রৌমারী থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রুহানি, সহযোগি মুক্তিযোদ্ধা ও স্থানীয় ব্যক্তিবর্গ তার নামাজে জানাজায় অংশ গ্রহন করেন।