রৌমারীর একশিশু পুকুরের পানিতে ডুবি অকালে মৃত্যু

0
825

মাজহারুল ইসলাম,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রাম এর রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ২ বছর বয়সের একশিশুর পানিতে পড়ে অকালে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের দুবলাবাড়ি গ্রামে।

Advertisement

 

ঔ এলাকা ও পারিবারিক সুত্র ধরে জানা গেছে অকালে মৃত্যু হওয়া শিশুটি দুবলাবািড় গ্রামের সামিম এর পুত্র লাবিম্ম মিয়া (২) । গতকাল ১১টার দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে লাবিম্ম মিয়া ২ পানিতে পড়ে অকাল মৃত্যুর ঘটে বলে জানান সুজনরা। অপরদিকে পানিতে পড়ে ডুবে যাওয়ার খবরটা পেতে বিলম্ব হওয়ার কারনেই শিশুটির মৃতু হয়। অকালে প্রিথীবির মুখ দেখতে না দেখতেই আলো নিভেই প্রিথিবী ছেড়ে চলে গেলেন একটি ফুটফুটে শিশু। তবে কখন পানিতে পড়েছে লাভিম্ম মিয়া তা জানার বাইড়ে ছিলো যার ফলেই এমন মর্মান্তি মৃত্যুর শিকার হয়েছে এই ফুট ফটে শিশুটির। পড়ে পানিতে পরার খবর পেয়ে পানি থেকে উঠিয়ে রৌমারী স্স্থ্য কমপ্লেক্সে নেয়া হলে রৌমারী হাসপাতালের কর্মরত ডাঃ শিশুটিকে মৃত্যু ঘষনা করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here