কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী থানাপুলিশের বিশেষ অভিযানে ১৪৬ পিস ইয়াবাসহ মাদক সম্রাট আসাদকে আটক করেছে থানাপুলিশ। সোমবার ভোররাতে আনুমানিক সাড়ে ৪ টার দিকে উপজেলার নটান পাড়া
এলাকা থেকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। আটককৃত মাদক সম্রাট উপজেলার নটান পাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র আসাদ (৪০)।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানাগেছে, দীর্ঘদিন দিন ধরে মাদক সম্রাট আসাদ বিভিন্ন কৌশল করে তাঁর বসত ঘরে মাদক ব্যবসার জমজমাট ব্যবসা করে আসছে। বিভিন্ন স্থান থেকে মাদক কারবারিরা মাদক কিনতে আসে তাঁর নিজ বাড়িতে। অপরদিকে এলাকায় ভয়ে সাধারণ ব্যক্তিরা কেউ কোন প্রতিবাদ করতে পারেনি। অবশেষে থানাপুলিশের হস্তক্ষেপে মাদক স¤্রাট আসাদকে আটক করতে সক্ষম হয়েছে রৌমারী ইনর্চাজ জাহাঙ্গীর আলম।
রৌমারী থানার উপ-পরির্দশক (এস আই) ফারুক হোসেন শাহ্ বলেন, গোপন সংবাদের মাধ্যমে মাদক ব্যবসায়ী আসাদের নিজ বাড়ি থেকে হাতেনাতে ১৪৬ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। এসময় অভিযানকালে উপস্থিত ছিলেন ওসি স্যার ও সার্কেল স্যারসহ থানাপুলিশের একটি দল।
এ প্রসঙ্গে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, “রৌমারীর মাদক সম্রাট আসাদ দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসা করে আসছে এমন তথ্য গোপন সূত্রে জানালে তাঁর নিজ বাড়ি থেকে ১৪৬ পিস ইয়াবাসহ আটক করা হয়।” এ রির্পোট লেখাপর্যন্ত থানা হেফাজতে রয়েছে মাদক সম্রাট আসাদ।