রৌমারীর চর শৌলমারী খেদাইমারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খোলাকাশে পাঠদান

0
1324

মাজহারুল ইসলাম, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
রৌমারীর খেদাইমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খোলা আকাশে পাঠদান কার্যক্রম চলছে ১৫ মাস থেকে রৌমারী উপজেলার খেদাইমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ব্রহ্মপুত্র নদে হারিয়ে যাওয়ার পর থেকে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চলে খোলা আকাশের নিচে। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তার ব্যক্তিগত উদ্যোগে নিজের বাড়িতে একটা টিনশেট ঘর উঠিয়ে সেখানে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখেন। গত বছর ১৯ এপ্রিল তারিখে ব্রহ্মপুত্র গ্রাস করে প্রতিষ্ঠানের পাকা ভবন। এরপর ১৫ মাস ধরে হাজারো সমস্যা আর দুর্ভোগের মধ্যে চলছে পাঠদান কাযক্রম। আজ সরেজমিনে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, তাদের নিত্য দুর্ভোগের কথা। স্কুলের প্রধান শিক্ষক আবু বক্কর বলেন, নিজের টাকা খরচ করে নিজের বাড়িতে একটি টিনশেট ঘর উঠানো হয়। এতে ৩টি কক্ষ রয়েছে। জানালা দরজা নেই। প্রতিষ্ঠানে প্রায় দুইশ’ শিক্ষার্থী আর ৫জন শিক্ষক। স্থান সংকুলান না হওয়ার কারনে দুইটি ক্লাশের পাঠদান নেয়া হয় খোলা আকাশের নিচে। ঝড় বৃষ্টির সময় পাঠদান অব্যাহত রাখা যায় না। আবার শুষ্ক মৌসুমে রোদ আর বালুর যন্ত্রণায় শিক্ষার্থীদের সমস্যা হয়। সমস্যা আছে শিক্ষার্থীদের বসার বেঞ্চও। প্রধান শিক্ষক আবু বক্কর আরো বলেন, স্কুল ঘর আর পাঠদানে সমস্যার বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর আবেদন করেছি। খোলাকাশে নিচে শির্ক্ষাথীদের পাঠদান প্রসঙ্গে রৌমারী প্রাথমিক উপজেলা কর্মকর্তা ফরহাদ তার সঙ্গে কথা হলে তিনি জানান যে, যে, প্রতিষ্ঠানে সমস্যা রয়েছে। সেই প্রতিষ্ঠানের বিষয় গুলো উর্ধ্বতন কর্মকতাদের জানিয়েছি এবং বিদ্যালয়ের বরাদ্ধ আসলেই মেরামত সম্পন্ন করা হবে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here