র‌্যাব-পুলিশের হস্তক্ষেপ কামনা সিদ্ধিরগঞ্জে সোর্সদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

0
638

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সোর্সদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে সিদ্ধিরগঞ্জবাসী। সাধারন মানুষকে মাদক দিয়ে ফাঁসিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এসব সোর্সদের ভয়ে এলাকাবাসী ভীত হয়ে পড়েছে। এলাকার সচেতন নাগরিকরা অন্যায়ের প্রতিবাদ করতে আসলে তাদের পুলিশ দিয়ে মিথ্যা বিভিন্ন মামলার হুমকিও দিচ্ছে এসব সোর্সরা। সোর্সরা বিভিন্ন মাদক ব্যবসায়ীদের সাথে সখ্যতা গড়ে তুলে মাদক ব্যবসা পরিচালনা করছে। পুলিশের নামে প্রতিদিন মাদক ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তুলছে।

Advertisement

সোর্স আল আমিন, সোর্স ইলিয়াস, সোর্স সাগর, সোর্স শুভ এবং সোর্স শামীমদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। এসব পুলিশের সোর্স পরিচয়দানকারীরা সাধারন মানুষের বেঁচে থাকা হারাম করে দিয়েছে। সোর্স আল আমিন, ইলিয়াস, সাগর, শুভ, শামীমরা এখন সরাসরি মাদকের ব্যবসা করছে বলে একটি সুত্রের দাবি। নিজেরা আর্থিক লাভোবান হয়ার জন্য এবং নিজেদের অপকর্ম ডাকার জন্য পুলিশের সোর্স এর কাজ করছে। শুধু তাই নয় মাদকের বিষেশ অভিযানের খবরও মাদক ব্যবসায়ীদের জানিয়ে উক্ত সোর্সরা। সিদ্ধিরগঞ্জ বাজার, মিজমিজি, সিআই খোলা, হাউজিং, সানারপাড়, মৌাচাকসহ বিভিন্ন এলাকার সাধারন এলাকাবাসী জানায়, সোর্স আল আমিন, ইলিয়াস , সাগন, শুভ, শামীমসহ আরো কয়েকজন মিলে এলাকার সাধারন মানুষকে পুলিশের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। কেউ প্রতিবাদ করতে আসলে সোর্সরা পুলিশকে ফোন করলে তাৎক্ষনিকে মধ্যে পুলিশও আসে। অনেক সাধারন মানুষকে ইয়াবা পকেটে ঢুকিয়ে হয়রানি করছে এসব সোর্সরা। তারা আরো বলেন, আমাদের বেঁচে থাকা হারাম করে দিয়েছে সোর্সরা। এসব সোর্সদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার জন্য র‌্যাব-পুলিশের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here