খোরশেদ আলম, লাকসামঃ
দেশ ও জাতির কল্যাণে সর্বদা আত্মনির্ভরশীল জাতি হিসেবে যুবলীগের নেতাকর্মীরা মুজিব আর্দশে সক্রিয় কর্মী হয়ে কাজ করতে হবে। দেশে জামায়াত-বিএনপির পরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলতে হবে। তাছাড়া মানবতার জননী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সবাইকে এক কাতারে শামিল হয়ে কাজ চালিয়ে যেতে হবে। ভেদাভেদ ভূলে আগামী নির্বাচনের জন্য যুবলীগের গুরুত্ব অপরিসীম। নিষ্ঠার সাথে আগামীর পথে অগ্রসর হতে হবে যুবলীগকে। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, শোষণমুক্ত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী দেশ গড়তে যুব সমাজকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে।
১১নভেম্বর শনিবার বিকেলে লাকসামে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর যুব সমাবেশে উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগ সিনিয়র সহ-সভাপতি, লাকসাম উপজেলা আওয়ামীলীগ সভাপতি, স্থানীয় এমপি মোঃ তাজুল ইসলাম এসব কথা বলেন।
উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র অধ্যাপক আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া, পৌর আ’লীগ সভাপতি তাবারক উল্লাহ কায়েস, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান ও পৌর আ’লীগ সাধারণ সম্পাদক মহব্বত আলী, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, উপজেলা যুবলীগের অন্যতম সদস্য হাজী মোঃ মনিরুল ইসলাম রতন, পৌর আ’লীগ সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সাখন, কাউন্সিলর আফতাব উল্লাহ চৌধুরী ঝন্টু, ওমর আলী মজুঃ, খলিলুর রহমান, প্রবাসী আ’লীগ নেতা পিন্টু খান, উপজেলা যুবলীগ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন মজুঃ, আবদুল আলিম দিদার, মোঃ মনির হোসেন, মোহাম্মদ উল্লাহ, গোলাম কিবরিয়া সুমন, মোঃ রুহুল আমিন চেয়ারম্যান, গিয়াস উদ্দিন টিটু, মাহবুব মোর্শেদ ফারুক, সাজেদুল ইসলাম সজল, কামরুজ্জামান, নিমাই সাহা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাজী নিজাম উদ্দিন শামিম, সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মোঃ শাহ আলম খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শিহাব খাঁন, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সহ উপজেলা, পৌরসভা আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মোঃ তাজুল ইসলাম এমপি প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন।