ক্রীড়া প্রতিবেদক ঃ
বাবা ব্যাটসম্যান। ঝড় তুলতেন ব্যাট হাতে। বিশ্বের তামাম বোলাররা তার ব্যাটিং দাপটে কাঁপতেন। কিন্তু ছেলে হয়েছে তার ঠিক বিপরীত। ব্যাট হাতে নয় বরং বল হাতে ২২ গজে ঝড় তুলতে ওস্তাদ শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। দুরন্ত বোলিং শচীন তনয় অর্জুনের। আজ বৃহস্পতিবার কোচবিহার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টুর্নামেন্টে মধ্যপ্রদেশের বিরুদ্ধে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। ম্যাচের দুই ইনিংস মিলে ছয় উইকেট পান মুম্বাইয়ের পেসার অর্জুন। দ্বিতীয় ইনিংসে ২৬ ওভার বল করে ৯৫ রান দিয়েই পাঁচ উইকেট তুলে নেন তিনি।
টুর্নামেন্টের ওই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৩৬১ রান সংগ্রহ করেছিল মধ্যপ্রদেশ। জবাবে ৫০৬ রানের বিশাল সংগ্রহ গড়ে মুম্বাই। দ্বিতীয় ইনিংসে মধ্যপ্রদেশ ৪১১ রান সংগ্রহ করে। এদিনই ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান অর্জুন। মধ্যপ্রদেশের শীর্ষ ৪ ব্যাটসম্যানকে আউট করার পর নবম ব্যাটসম্যানের উইকেট দিয়ে ৫ উইকেট পূরণ করেন শচীন পূত্র।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মুম্বাই ১ উইকেটে ৪৭ রান তোলার পর ম্যাচটি শেষ পর্যন্ত ড্র ঘোষণা করা হয়। তবে প্রথম ইনিংসে এগিয়ে থাকায় ৩ পয়েন্ট পেয়েছে মুম্বাই। পাশাপাশি দ্বিতীয় ইনিংসে বাঁ হাতি পেসার অজুর্নের বিধ্বংসী বোলিংয়ের ভয়ানক সুন্দর রূপ বোনাস হিসেবে পেলেন বান্দ্রা কমপ্লেক্সের দর্শকরা। প্রথম ইনিংসেও ৪২ রানে ১ উইকেট নিয়েছিলেন অর্জুন।