বিনোদন প্রতিবেদকঃ একটা বয়স পেরিয়ে এলে বলিউড অভিনেত্রীদের জন্য অভিনয়ের সুযোগ কমে আসে। সব অভিনেত্রীকে কোনও না কোনও সময় যেতে হয় এই পরিস্থিতির মধ্য দিয়ে। জানালেন শর্মিলা ঠাকুর। হিন্দি ছবিতে অভিনেতা ও অভিনেত্রীদের জন্য আলাদা আলাদা নিয়ম বলে মন্তব্য করেছেন তিনি। শনিবার এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের এবিপি আনন্দ পত্রিকায়।
বহুদিন বড় পর্দায় দেখা যায়নি শর্মিলাকে। এ ব্যাপারে তিনি জানান, তার সঙ্গে নতুন কিছু ঘটেনি। নির্দিষ্ট একটা বয়সের পর সব অভিনেত্রীর সঙ্গে এমনটা হয়। মাধুরী দীক্ষিতের বয়স অনেক কম, তার সঙ্গেও এটা ঘটছে। দেড় ইশকিয়ার পর আর ছবি পাননি তিনি। অথচ অমিতাভ বচ্চনের ক্ষেত্রে নিয়ম আলাদা। সুজিত সরকারের মত পরিচালক তার কথা মাথায় রেখে চরিত্র তৈরি করেন।
বিগ বি এখন যে জায়গায় পৌঁছেছেন, তার জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে তাকে। তা মেনে নিয়েছেন শর্মিলা। কিন্তু তার বক্তব্য, অমিতাভ যে সুবিধা পেয়েছেন তা অভিনেত্রীরা পান না। ঋভু দাশগুপ্তর ছবি টিইথ্রিএনের কথা ভাবুন। কোরিয়ান ছবির রিমেক। অমিতাভকে জায়গা দিতে নারী চরিত্রকে পুরুষ চরিত্রে বদলে দেওয়া হল। অথচ নারী শিল্পীদের এমন সুযোগ কেউ করে দেন না।
পাশাপাশি আবার অমিতাভ যদি আইনজীবীর চরিত্রে না থাকতেন, তাহলে পিঙ্ক কেউ দেখত না। সিনেমা সমাজের বাস্তবটা তুলে ধরে। কোনও নারীর কথা ভেবে এমন চরিত্র তৈরি হয় না, কারণ তাতে তিনি মুখ্য চরিত্র হয়ে যাবে। কিন্তু আশার কথা, আঞ্চলিক ছবির ক্ষেত্রে নিয়মটা অন্যরকম। বয়স্ক অভিনেত্রীদের কথা ভেবে গুরুত্বপূর্ণ চরিত্র নির্মাণ হয় সেখানে।