১৪ ডিসেম্বর, ২০১৭ বৃহস্পতিবার, সকাল- ৭.০০ টায় শাহ্বাগ জাতীয় যাদুঘর প্রাঙ্গণে জমায়েত হয়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন। ১৫ ডিসেম্বর, ২০১৭ শুক্রবার, সকাল- ১০.০০ টায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, জাতীয় প্রেসক্লাব মিলনায়তন, ঢাকা।
১৬ই ডিসেম্বর, ২০১৭ শনিবার, সকাল-৭.০০ টায় ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হবে।
উক্ত কর্মসূচিসমূহ স্বার্থক ও সফলতার সাথে পালনের জন্য বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক, ডা. এস. এ. মালেক, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটি, মহানগর কমিটি, থানা কমিটি ও বিভিন্ন ব্যাংক ও প্রাতিষ্ঠানিক ইউনিটের সকল স্তরের নেতা-কর্মী এবং শুভানুধ্যায়ীদের বিশেষভাবে অনুরোধ করেছেন।