শাকিব-অপুর ডিভোর্স নিয়ে একি বললেন তসলিমা নাসরিন

0
757

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জয়প্রিয় জুটি ছিলেন শাকিব-অপু। কিন্তু বেশ অনেকদিন ধরেই চলছিল তাদের সম্পর্কের টানাপোড়ন। যা শেষে গিয়ে রুপ নেয় ডিভোর্সে। সম্প্রতি এ বিষয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তসলিমা নাসরিন। অপরাধ বিচিত্রা ডট কমের পাঠকদের জন্য তা হুবুহু তুলে ধরা হল-

Advertisement

বাংলাদেশের ছবির হিরো শাকিব তালাক দিচ্ছে বাংলাদেশের ছবির হিরোইন অপু বিশ্বাসকে। অপুর দোষ, অপু তার স্বামীর নির্দেশ পালন করেনি, তার কথা শোনেনি।

শাকিবকে ভালোবেসে অপু নিজের ধর্ম ছেড়ে শাকিবের ধর্ম গ্রহণ করেছে, শাকিবের বাড়িতে ঝি চাকরের মতো কাজকর্ম করেছে। শাকিব বিয়ের ব্যাপারটা লুকিয়ে রাখতে বলেছে বলে লুকিয়ে রেখেছে, বাচ্চা হওয়ার খবরটাও লুকিয়ে রাখতে বলেছে বলে দীর্ঘকাল লুকিয়ে রেখেছে, বাচ্চা হওয়ার সময় শাকিব হাসপাতালে যায়নি তারপরও শাকিবের জন্য অপুর ভালোবাসা কিছু কমেনি। এখন বাচ্চা কোলে মেয়েটি পাচ্ছে তালাকনামা। শাকিবের মতো আত্মম্ভরী পুরুষতান্ত্রিকের সংগে তালাক হয়ে যাওয়া অবশ্য ভালো। স্বনির্ভর মেয়ে নিজের দেখভাল নিজেই করতে পারে।

শাকিবের জন্য কান্নাকাটি হাহুতাশ বন্ধ করতে হবে অপুকে। আপাতত অপু বিশ্বাসের কোনও পুরুষকে বিশ্বাস করা উচিত নয়। মনের ভেতরের মাটিও আরও শক্ত করতে হবে। পায়ের তলার মাটি, মনের ভেতরের মাটি — দুটোই এমন নরম যে যে কেউ তাদের ডুবিয়ে দিতে পারে কাদায়, যে কেউ আবার তাদের মনেও অনায়াসে ডুবে যেতে পারে।

 

 

 

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here