শাবনুর বললেন অপু শাকিবের কিসের সমস্যা

0
1134

বিনোদন প্রতিবেদক : তারকা দম্পতি শাকিব খান-অপু বিশ্বাসের বিবাহ বিচ্ছেদের বিষয়টি এখন চলচ্চিত্রাঙ্গনসহ সারাদেশে টক অব দ্য টাউন। বিষয়টি চায়ের কাপে যেমন ঝড় তুলেছে, তেমনি বিভিন্ন মহলেও আলোচিত হচ্ছে। নানাজন নানারকম মন্তব্য করছেন। সাধারণ মানুষের মতো বিষয়টি নিয়ে ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা শাবনূরও মর্মাহত হয়েছেন।

Advertisement

এ প্রসঙ্গে শাবনূর  বলেন, ‘শাকিব-অপু সিনেমার মতো বাস্তবেও জুটি বেঁধেছে। এটা আমাদের সবার কাছেই ভালো লাগছিল। এখন শুনছি তাদের সংসারে ভাঙন ধরেছে, সেটা শুনেও আমাদের খারাপ লাগছে। তা ছাড়া ওদের ঘরে একটা ফুটফুটে সন্তান রয়েছে। জয়ের মতো সন্তান থাকতে আর কিসের সমস্যা থাকে? ওদের মধ্যে কোনো সমস্যা বা ভুল বোঝাবুঝি থাকলে তা নিজেদেরই সমাধান করে ফেলা উচিত। ওদের সন্তানের কথা চিন্তা করে হলেও এ ধরণের সিদ্ধান্ত থেকে ফিরে আসা উচিত।’

ঢাকাই চলচ্চিত্রের তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস। কয়েকদিন আগে শাকিব খান অপু বিশ্বাসের কাছে ডিভোর্স লেটার পাঠান কিন্তু গত মঙ্গলবার অপু ডিভোর্স লেটারটি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

দীর্ঘ আট বছর গোপনে সংসার করার পর অপুর কোলজুড়ে আসে পুত্র আব্রাহাম খান জয়। প্রায় বছর খানেক আগে অপু বিশ্বাস সংবাদমাধ্যমে তাদের বিয়ের খবর জানান। এরপর থেকেই শাকিব-অপুর সম্পর্কটা ভালো যাচ্ছিল না।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here