প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের
মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ এমপিঃ
স্টাফ রিপোর্টার ঃ ২২ নভেম্বর বুধবার প্রখ্যাত অলিয়ে কামেল হযরত মাওলানা শাহ্ মোঃ মুতী আহমদ আফতাবী মোজাদ্দেদী (রা.) এর পবিত্র ওরশ শরীফ উপলক্ষে ৩য় পবিত্র দরসুল কোরআন মাহফিল’১৭ রংপুর মহানগরীর আলমনগর এলাকার বরকাতিয়া খানকাহ্ শরীফে (ধলা পীর সাহেবের দরবার) অনুষ্ঠিত হয়েছ।ে বুধবার বিকেল ৪টা হতে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ এমপি। আলমনগর এলাকার বরকাতিয়া খানকাহ্ শরীফ (ধলা পীর সাহেবের দরবার) এর গদ্দিনসিন শাহ্ আহ্মাদ ছাইদ আহ্মাদী মোজাদ্দেদী পীর সাহেবের সভাপতিত্বে মাহফিলে মহাগ্রন্থ আল কুরআন থেকে দরস পেশ করবেন, ঢাকা’র রাজারবাগ পুলিশ লাইন জামে মসজিদের খতিব, পীরে তরিকত মাওলানা খাজা আরিফুর রহমান তাহেরী, চাঁদপুরের ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার প্রধান ফকিহ, হযরত মাওলানা মুফতি হেলাল উদ্দিন আল কাদেরী, রংপুরের কারামাতিয়া কামিল মাদরাসার মুফাসসির হযরত মাওলানা মুহাম্মদ আজগার আলী, চট্রগ্রাম নোছারিয়া কামিল মাদরাসার প্রভাষক হযরত মাওলানা মুহম্মদ জানে আলম নিজামী। আলমনগর স্টেশন রোড বরকতিয়া খানকা শরীফের সহযোগিতায় আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশের ব্যবস্থাপনায় বিশাল ও পবিত্র মাহফিলে দলে দলে যোগদান করে আল্লাহ তায়ালা ও তাঁর রাসূল এর সন্তুষ্টি হাসিল করার জন্য অনুরোধ জানিয়েছেন বরকাতিয়া খানকাহ্ শরীফের গদ্দিনসিন শাহ্ আহ্মাদ ছাইদ আহ্মাদী মোজাদ্দেদী পীর সাহেব।