সন্ধ্যায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে যাচ্ছেন

0
15254

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফর উপলক্ষে তার সম্মানে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ এক নৈশভোজের আয়োজন করেছেন। রাষ্ট্রপতির এই নৈশভোজে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২৭ জানুয়ারি)

Advertisement

সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে যাচ্ছেন। জানা গেছে, রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে স্বাগত জানাবেন। দুই দেশের রাষ্ট্রপ্রধানের শুভেচ্ছা বিনিময় শেষে বঙ্গভবনের দরবার হলে এক নৈশভোজে অংশ নেবেন তিনি। এদিকে, প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র জানায়, রোববার (২৮ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সাক্ষাৎ করবেন। সকাল ৯টা ৫৫ মিনিটে ইন্দোনশেয়িার রাষ্ট্রপতিকে টাইগার গেটে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে দুই নেতার বৈঠক হবে। উল্লেখ্য, দুই দিনের সফরে আজ (২৭ জানুয়ারি) বিকেলে বাংলাদেশে আসছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। রোহিঙ্গাদের দুর্দশা দেখতে তিনি কক্সবাজারও সফর করবেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here