অপরাধ বিচিত্রা প্রতিনিধিঃ
জেনারেল (অব.) মাহবুবুর রহমান : দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদাপ্রস্তুত বাংলাদেশের সশস্ত্র বাহিনী। তাই সশস্ত্র বাহিনী দিবস একটি গৌরবময় দিন। বাংলাদেশের সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী এই তিনটি বাহিনী আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধে সফল ভূমিকা রেখেছে। এই তিন বাহিনী একটি মানসম্মত বাহিনী। এখনো তারা দেশে-বিদেশে মানুষের সেবায় নিয়োজিত আছে। আমাদের এই তিন বাহিনী থেকে অনেক সদস্য প্রতি বছর জাতিসংঘ মিশনে যাচ্ছে। তারা বিভিন্ন দেশের শান্তিরক্ষার কাজে নিয়োজিত আছে।যেখানে সংঘাত আছে, দুর্যোগ আছে, সেখানে তারা কাজ করছে। জাতিসংঘ থেকে আমাদের দেশের সশস্ত্র বাহিনীর কাজের প্রশংসা পাচ্ছে। শুধু জাতিসংঘে নয়, আমাদের দেশের মানুষও সবসময় এই তিন বাহিনীর উপর ভরসা রাখে। যে কোনো কর্মকান্ডে তাই মানুষ তাদের চায়। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষা, দেশের সংকটময় পরিস্থিতি উত্তরণ এবং সন্ত্রাস ও জঙ্গি দমনের কাজ সফলভাবে করছে। তাছাড়া রোড-ঘাট, দুর্যোগ মোকাবিলায় তারা সদা নিয়োজিত থাকে। তেমনি ভাবে বিমান বাহিনী বাংলাদেশের আকাশ সীমানাকে রক্ষা করছে।স্বাধীনতা যুদ্ধেও ছিল তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা। নৌবাহিনী আছে আমাদের জলসীমানায়। তারা দেশের জলসীমানা রক্ষার সাথে সাথে শিপয়ার্ড পরিচালনা করছে। তারা লার্জ পেট্রোল ক্রাফট, সাবমেরিন হ্যান্ডলিং টাগ, স্পীটবোর্ডসহ আরও অনেক নৌবাহন তৈরি করছে। আমি চাই, এই গৌরবময় দিনটি যুগ যুগ ধরে টিকে থাকুক। এমন একটা আনন্দের দিন সারাজীবন পালিত হোক।