ষ্টাফ রিপোর্টারঃ সাভারের আশুলিয়া থানাধীন বাসাইদ এলাকায় একটি মাঠের পাশের ড্রেন থেকে একটি কালো হাত ব্যাগে রাখা ১৯ টি ককটেল সাদৃশ্য হাত বোমা উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। গতকাল ১৬ই নভেম্বর হাত বোমা গুলো উদ্ধার করা হয়। জানা যায়, গতকাল সকালে স্থানীয়রা মাঠের পাশে ড্রেনের ভিতর একটি কালো রংয়ের হাত ব্যাগের মধ্যে কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ককটেল সাদৃশ্য কিছু বস্তু দেখতে পেয়ে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাগের মধ্যে বোমা জাতীয় কিছু রয়েছে বলে নিশ্চিত হলে স্থানীয়দের নিরাপদ দূরত্বে সড়িয়ে নিয়ে জায়গাটি ঘীরে ফেলে। পরে সন্ধার কিছু আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ৪ সদস্য বিশিষ্ট একটি বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমাগুলো নিষ্ক্রিয় করে। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত সে বিষয়ে কিছু জানা যায়নি। প্রাথমিক ভাবে এলাকায় আতঙ্ক ছড়াতেই দূর্বৃত্তরা বোমাগুলো সেখানে রেখে যায় বলে ধারনা করা হচ্ছ।