ষ্টাফ রিপোর্টারঃ সাভারের পৌর এলাকা গেন্ডায় বাসা থেকে কলেজ যাওয়ার পথে রিকসার গতিরোধ করে ২ কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলা চালিয়েছে স্থানীয় কিছু বখাটে যুবক। আজ (বুধবার) সকাল ১০ টা নাগাদ মিরপুরের আইডিয়াল
ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (আইআইএসটি) কলেজের প্রথম বর্ষের ছাত্র মোঃ নাজমুল হাসান ও তার সহপাঠি শাকিলের উপর অতর্কিত ভাবে এই হামলা চালানো হয়। আহত কলেজ শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, সকালে বাসা হতে কলেজের উদ্দেশ্যে রিকসায় করে গেন্ডা বাস ষ্টান্ডে যাওয়ার পথে মধ্যগেন্ডা নামক স্থানে ৮-১০ জন যুবক রিকসার গতিরোধ করে এলোপাথারিভাবে ঐ দুই কলেজ শিক্ষার্থীকে চড়-থাপ্পর, কিল-ঘুষি মারাসহ কাঠের রোলার দ্বারা এলোপাথারী পেটাতে থাকে। এক পর্যায়ে তাদের আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে বখাটেরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।