সাভারে অজ্ঞাতনামা এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা

230
1802

নোমান মাহমুদ: সাভারের ব্যাংক টাউন ব্রিজের নিচে অজ্ঞাতনামা এক ব্যাক্তিকে কুপিয়ে  হত্যা করেছে দূর্বৃত্তরা । আজ (রবিবার) সকালে পুলিশ টাউন ব্রিজের নিচে থেকে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। লাশের মাথা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে একাধীক আঘাতের চিহ্ন দেখা যায়। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এবিষয়ে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ। এবিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক মো: নূরুল হুদা অপরাধ বিচিত্রাকে বলেন,  সকালে ৯টা নাগাদ ব্রিজের নিচে লাশটি পড়ে থাকতে দেখে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দিলে এসআই নূরূল হুদার নেতৃত্বে সাভার মডেল থানা পুলিশ দুপুর ১২.৩০ মিনিট নাগাদ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ উদ্ধারের সময় লাশের পাশে হত্যার কাজে ব্যবহৃত কিছু পাওয়া যায়নি বলে এসআই নুরূল হুদা নিশ্চিত করলেও লাশের পাশে একটি লাঠি পড়ে থাকতে দেখা যায়। হত্যার কাজে লাঠিটি ব্যবহার হয়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে লাশের পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের পড়নে সাদা শার্ট এবং লুঙ্গি ছিল। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here