নোমান মাহমুদঃ সাভারের পৌর এলাকা শাহীবাগ থেকে ৬০ পুুরিয়া হেরোইন ও ২৯ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি উত্তর) ।
আজ (শনিবার) সকালে সাভারের শাহীবাগ এলাকায় গোপনে মাদক বিক্রয় করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোঃ আলী আকবরের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে মাদক বিক্রয়ের সময় হাতেনাতে আলমগীর হোসেন (২৫) ও শামছু (২৮) নামে ঐ দুই মাদক ব্যবসায়ীকে ৬০ পুরিয়া হেরোইন ও ২৯ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। আটক মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত এলাকায় খুচরা ভাবে মাদক বিক্রয় করে আসছিল। এঘটনায় গ্রেফতারকৃতদের বিরূদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।