নোমান মাহমুদঃ সাভারে ৫০০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। গতকাল রাতে সাভারের পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায় ঢাকা-আরিচা মহাসড়কের নবিনগর এলাকায় জয় রেস্টুরেন্টের সামনে মাদক বিক্রয় হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের
উপ-পরিদর্শক (এসআই) মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে সহঃ উপ-পরিদর্শক (এএসআই) মোঃ সাজ্জাদ ও মোঃ এনায়েত হোসেন অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মানিক (৩০) ও মিজান (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে। এসময় আটক মাদক ব্যবসায়ীদের শরীর ও তাদের ব্যবহৃত প্রাইভেট কারের (ঢাকা মেট্রো-গ ১৯-৯৮৭৬) বিভিন্ন স্থান তল্লাশী করে লুকানো অবস্থায় মোট ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় আটককৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। আটক মাদক ব্যবসায়ী মানিক ধামরাই উপজেলার ললিতনগর এলাকার মৃত হাজী শওকত হোসেনের ছেলে, এবং মিজান একই এলাকার লোকমান হোসেনের ছেলে। অন্যদিকে গোয়েন্দা পুলিশের এই দলটির পৃথক আরেকটি অভিযানে সাভারের আমিনবাজার বাস স্টান্ড সংলগ্ন আশা হোটেলের সামনে থেকে ১ কেজি গাঁজা সহ মোঃ বিল্লাল (৩৫) নামে আরেক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক বিল্লাল আমিনবাজারের বড়দেশি পশ্চিমপাড়া এলাকার বাবু শেখের ছেলে। আটককৃত সকলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে। এবিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ এ.এফ.এম সায়েদ বলেন, ” মাদক ব্যবসায়ীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাকি দিতে বিভিন্ন কৌশল অবলম্বনের চেষ্টা করবে এটাই স্বাভাবিক। আর আমরাও প্রস্তুত তাদের সব অপকৌশলকে ব্যার্থ করে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। মাদকের বিরূদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে আর আগামীতেও থাকবে”।