নোমান মাহমুদঃ সাভারে ৭০০ পিস ইয়াবার চালানসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি উত্তর)। আজ (মঙ্গলবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মোঃ এনায়েত ও সহঃ উপ-পরিদর্শক (এএসআই) মোঃ সাজ্জাদ অভিযান চালিয়ে সাভার বাজার বাস স্টান্ডের ইসলামিয়া হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামনে থেকে ৭০০ পিস ইয়াবাসহ আব্দুল করিম (৩৫) ও মোঃ মহসিন (৩২) নামে এই দুই ব্যাক্তিকে গ্রেফতার করেন। এসময় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের শরীর তল্লাশী করে আব্দুল করিমের কাছ থেকে ৫০০ পিস ও মহসিনের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ী আব্দুল করিম কক্সবাজার জেলার, উখিয়া থানার সিগারেটখালি গ্রামের মোঃ আমিনের ছেলে, অপরজন ঢাকার গাজিপুরের কালিয়াকৈর থানার বাড়ইছুঠি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। এবিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি উত্তর) অফিসার ইনচার্জ এ.এফ.এম সায়েদ বলেন, “ আটক মাদক ব্যবসায়ীদের বিরূদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরূদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। অপরাধীরা যত কৌশলই অবলম্বন করুক, আইনের কাছে তাদের ধরা পড়তেই হবে।”