সাভারে তিতাস কর্তৃপক্ষের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

0
962

নোমান মাহমুদ: সাভারের কলমা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ৫ শ পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে সাভার সদর ইউনিয়নের কলমা এলাকায় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেলের নেতৃত্বে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে অভিযান পরিচালনা করে এই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় সাভার তিতাস গ্যাসের প্রায় ৪০ সদস্যের একটি দল অভিযানে অংশ নেয়।

Advertisement

 

এলাকাবাসীর সাথে কথা বলে জানা, গত কয়েকমাস আগে সাভারের কলমা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় স্থানীয় কিছু প্রভাবশালী ব্যাক্তি বাড়ি প্রতি ৪০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেন। এরপর আজ সকালে অভিযান পরিচালনা করে এই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হলো। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় স্থানীয় এলাকাবাসী বাধা দিলে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হলে সাভার মডেল থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অভিযানকালে ঐ এলাকায় অবৈধভাবে দেওয়া গ্যাস সংযোগের সরবরা্হ বন্ধ করার পর ৬টি মূল পয়েন্টে মাটির নিচে থাকা গ্যাসের পাইপ তুলে সিলগালা করে দেওয়া হয়্। তাছাড়া অবৈধভাবে গ্যাসের সংযোগ নেওয়ার অপরাধে ৯ জনকে ৫০ হাজার টাকা হারে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এবিষয়ে জানতে চাইলে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমান অপরাধ বিচিত্রাকে জানান, ”সাভারে সব অবৈধ গ্যাস সংযোগ পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। এছাড়া রাতে যারা অবৈধ গ্যাস সংযোগ প্রদান করে তাদের বিরুদ্ধেও সাভার মডেল থানায় মামলা দায়ের করা হবে।” অভিযানকালে সাভার তিতাস গ্যাসের ডেপুটি ম্যানেজার প্রকৌশলী হাদি আব্দুর রহিম, মাহমুদ হাসান, সহ ব্যবস্থাপক আনিসুজ্জামান, ঠিকাদার মনির হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here