সাভারে বিএনপি নেতার বাড়িতে ডাকাতির চেষ্টা গনপিটুনিতে আহত ২

0
555

 

Advertisement

নোমান মাহমুদঃ সাভারের বিরুলিয়া ইউনিয়নে বিএনপি নেতা রাশেদুল ইসলাম জালালের বাড়িতে ডাকাতির চেষ্টাকালে এলাকাবাসীর হাতে ২ ডাকাত আটক হয়েছে। এসময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে বাড়ির মালিক রাশেদুল ইসলাম জালাল।আজ (সোমবার) ভোরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আক্রান এলাকায় বিএনপি নেতা জালালের বাড়িতে এই ঘটনা ঘটে। জানা যায়, একদল ডাকাত বাড়ির কলাপসিবল গেট কেটে বাসার ভিতরে প্রবেশ করলে বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার করে। এসময় ডাকাতরা একটি ঘরে ঢুকে একটি মোবাইল ও কিছু টাকা নিয়ে পালানোর সময় বাড়ির মালিক জালালকে ধারালো অস্ত্র দিযে আঘাত করে গুরুতর আহত করে।পরে বিষয়টি এলাকাবাসী টের পেয়ে ২ ডাকাতকে আটক করে গনপিটুনি দিয়ে বিরুলিয়া পুলিশ ফাড়িতে সোপর্দ করেন। পুলিশ আটক ডাকাতদের চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তাদের অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে ডাকাতদের অস্ত্রের আঘাতে আহত বিএনপি নেতা রাশেদুল ইসলাম জালালকে চিকিৎসার জন্য সাভারের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবিষযে জানতে চাইলে বিরুলিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ তরিকুল ইসলাম জানান, আটক ডাকাতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে তাছাড়া এই বিষযে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here