নোমান মাহমুদঃ সাভারে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভার থানা ও পৌর যুবলীগের আয়োজনে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ই নভেম্বর শনিবার বিকালে সাভারের বাজার বাস স্টান্ড সংলগ্ন এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান। এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি সেলিম মন্ডল, সাধারন সম্পাদক নাছির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন খান সহ সাভার-আশুলিয়ার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এসময় সভার সমাপনী বক্তব্যে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করে দলকে আরও সুসংগঠিত করার লক্ষে সকলকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান। সভার সমাপনী বক্তব্য শেষে সকল নেতাকর্মীর উপস্থিতিতে কেক কেটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এর আগে সভার শুরুতে সাভার উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন খানের নেতৃত্বে ঢাকা আরিচা মহাসড়কের ঊলাইল বাস স্টান্ড থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে সাভার বাজার বাস স্টান্ডে এসে শেষ হয়। র্যালীতে ৪-৫ শত নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।