ডেস্ক রিপোর্ট:
আজ সিঙ্গাপুর পার্লামেন্টের আমন্ত্রণে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। রোববার সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সেখানে তিনি সিঙ্গাপুর পার্লামেন্টের উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। স্পিকারকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব সহ উর্ধ্বতন কর্মকর্তারা এ সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন। স্পিকার আগামী ১ ডিসেম্বর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।