আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরো দুই বছর বৃদ্ধি পাওয়ায় তাঁকে আজ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ।
গতকাল তাঁর চুক্তির মেয়াদ পূর্বের চুক্তির ধারাবাহিতকায় এবং অনুরূপ শর্তে আগামী ১৪ নভেম্বর ২০১৭ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বৃদ্ধি প্রদানপূর্বক তাঁকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে পদায়ন করে প্রজ্ঞাপন জারী করে জনপ্রশাসন মন্ত্রণালয়। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি সরকারের সিনিয়র সচিব হিসেবে তাঁকে চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।