সিরিয়ায় বিমান হামলায় নিহত ২৭

0
798

অপরাধ বিচিত্রা : সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটে বিদ্রোহী অধিকৃত একটি আবাসিক এলাকায় রোববার (৩ ডিসেম্বর) বিমান হামলায় কমপক্ষে ২৭ জন বেসামরিক নাগরিক নিহত এবং বহু সংখ্যক আহত হয়েছে। স্থানীয় বাসিন্দা, ত্রাণকর্মী এবং একটি পর্যবেক্ষক গোষ্ঠী পর্যবেক্ষক গোষ্ঠী জানিয়েছে, সিরিয়ার সরকারি বাহিনী এবং রাশিয়া বিমান এই হামলা চালিয়েছে বলে তাদের বিশ্বাস।

Advertisement

বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা জানিয়েছে, হামোরিয়া শহরের একটি বাজার ও নিকটবর্তী আবাসিক এলাকায় বিমান হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। এর আগে গত ২৪ ঘন্টায় দামেস্কের পূর্বদিকের পূর্ব গৌতার ঘনবসতিপূর্ণ এলাকায় প্রায় ৩০ বার বিমান হামলা চালানো হয়েছে। তারা আরো জানায়, বিমান হামলায় আর্বিন শহরে ৪ জন এবং মিসরাবা ও হারাস্তা শহরে আরো ৬ জন নিহত হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, তিন সপ্তাহ আগ থেকে সিরিয়ায় বিমান হামলার তীব্রতা বাড়ানো হয়। এরপর রোববারের হামলাতেই সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে। এর আগে নারী ও শিশুসহ প্রায় ২০০ বেসামরিক নিহত হয়েছেন। সূত্র: রয়টার্স

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here