মাঈন উদ্দীনঃ সিলেটে যানচলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২৪ জুলাই) সকাল ৯টার পর সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে বাস ছেড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম।
তিনি বলেন, সকাল ৯টা থেকে যানচলাচল স্বাভাবিক হয়েছে। সকালে ঢাকার উদ্দেশ্যে বাস ছেড়ে গেছে। আঞ্চলিক সড়কেও যানচলাচল স্বাভাবিক হয়েছে।
এদিকে প্রায় এক সপ্তাহ পর আজ সকাল থেকে দোকানপাট খোলা শুরু হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলায় স্বাভাবিক হয়েছে লেনদেনও। তবে ব্যাংকগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।