স্ত্রীকে বেঁধে যুবককে হত্যা করে তুলে নিয়ে গেল মাকে

13
769

পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীকে বেঁধে রেখে নুর হোসেন (২৬) নামে এক যুবককে গলা কেটে হত্যা করে তার মাকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত ২টার দিকে বান্দরবানের লামা উপজেলায় সরই ইউনিয়নের ফরিদ চেয়ারম্যানপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নুর হোসেন কক্সবাজার জেলার সদর উপজেলার পাহাড়তলি গ্রামের বাসিন্দা মৃত হামিদ হোসেনের ছেলে। তিনি স্থানীয় বোধিছড়া এলাকার কোয়ান্টাম ফাউন্ডেশনে শ্রমিক হিসেবে কাজ করতেন। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মা ও স্ত্রী-সন্তানকে নিয়ে নুর হোসেন সরই ইউনিয়নের ফরিদ চেয়ারম্যানপাড়ায় বসবাস করে আসছিলেন। বুধবার দিনগত রাত ২টার দিকে স্ত্রীকে বেঁধে রেখে নুর হোসেনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরে নুর হোসেনের মাকেও নিয়ে যায় তারা। স্থানীয়রা জানান, মাকে কেন্দ্র করে নুর হোসেন ও তার ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এটিকে কেন্দ্র করে হয়তো অপর ভাই লোকজন নিয়ে এ ঘটনা ঘটাতে পারে। নুর হোসেনকে গলা কেটে হত্যার সত্যতা নিশ্চিত করেছেন লামা থানা পুলিশের ওসি মো. আনোয়ার হোসেন। তিনি বলেন,  স্বজনরা এ ঘটনায় জড়িত কিনা তা তদন্তের পাশাপাশি জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। নিহত নুর হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here