যশোরের বেনাপোল সীমান্তে স্বর্ণ পাচারের সময় তিন ভারতীয় নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। আজ সোমবার সকালে বেনাপোল চেকপোস্টের বাংলাদেশ অংশ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা- ধীমান সরকার, নীতিন সিং ও মহেশ লাল শাহ।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশ লাল শাহের জিন্স প্যান্টের ভিতরের দিকে সেলাই করা অবস্থায় প্রতিটি ৭৫ গ্রামের ৪ পিস স্বর্ণের বার পওয়া যায়। পরে সন্দেহ হওয়ায় ধীমান সরকার ও নীতিন সিংকেও তল্লাশি করা হয়। এসময় ধীমানের কাছ থেকে ৬ টি ও নিতীনের থেকে ৭ টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৭৫০ গ্রাম।যার বাজার মূল্য ৩৭ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।