সময় এসেছে বিশ্বকে দেখানোর!
তাই আসুন আমরা সবাই মিলে মিশে কাজ করি।
আমাদের এই ছোট্র সংস্হা টিকে, এবং আমাদের সেই প্রিয় হোগলাকন্দী আদর্শ গ্রামটি কে সারা বিশ্ব দেখাই।হোগলাকান্দি সমাজ কল্যান সংস্থা এখন শুধু বি..বাড়িয়া বাঞ্ছারামপুর থানা শুধু নয়।দেশ বিদেশে সবার মুখো মুখো, সম্মানের সাথে এগিয়ে আছেন। সমাজ কল্যান………তাই আসুন সবাই কে সাথে নিয়ে সুন্দর ডিজিটেল দেশ গড়তে চাই আমরা। তাই সম্মানী সাংবাদিক বন্ধুসবার সু দৃস্টি কামনা করছি। প্রিয় হোগলাকান্দী বাসির মত গড়ে তুলি আমরা ও দশে মিলে করি কাজ।
সু-প্রিয় বাঞ্ছারামপুর বাসীর নিকট আবেদন অনুষ্ঠানটি দেখবেন। বিশেষ করে,হোগলাকন্দী, রুপসদী, পাঠামারা, খাককান্দা,খাউরপুর বাসীর নিকট আকুল আবেদন,।
যে, কাল সকাল ১১ঃ০০টা বিটিভিতে প্রচারিত “হোগলাকন্দী সমাজ কল্যাণ সংস্হা কে নিয়ে অনুষ্ঠানটি।
“দশে মিলে করি কাজ ”
হোগলাকন্দী গ্রামের ইতিহাস ও ঐতিহ্য আর হোগলাকন্দী সমাজ কল্যাণ সংস্হা কিছু গল্প তুলে ধরা হবে।
যদি আমরা দেশ প্রমিক হয়।
গ্রামকে ভালবাসি
তাহলে আশা করি এই অনুষ্ঠানটি দেখবেন।
সবাই কমেণ্ট করে সাথে থাকবেন।
আপনার পাশে আছে এই হোগলাকান্দী সমাজ কল্যানের সৈনিকেরা…..