স্বামী-স্ত্রীর মৃত্যু হলো আশুলিয়ায় বাস চাপায়

6
815

আশুলিয়ায় যাত্রীবাহি বাসের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে দশটার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতদের মধ্যে নুরজাহান জামগড়া এলাকার সেতারা গ্রুপের ও তার স্বামী সোলাইমান

Advertisement

এনভয় গার্মেন্টেসের শ্রমিক ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার রাতে পোশাক কারখানা থেকে কাজ শেষ করে স্বামী স্ত্রী বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাত সাড়ে দশটার দিকে তারা আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের জামগড়া বাসস্ট্যান্ড এলাকায় এসে পৌছালে যাত্রীবাহি বাস তাদেরকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন গুরুত্বর আহত হয়। তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষনা করে। এব্যাপারে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) খন্দকার আতাউর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক বাস বা বাসের চালককে আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here