সড়ক দুর্ঘটনায় একজন নিহত সিলেটে

0
774

সড়ক দুর্ঘটনায় সিলেটের ঘাসিটুলা এলাকায় খোকন আহমদ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে।

Advertisement

 

সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন ঘাসিটুলা ২৯ নং বাসা বারী মঞ্জিলের কানু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ঘটনার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে বিদ্যুতের খুঁটিতে আঘাত পান মোটরসাইকেল আরোহী খোকন। স্থানীয়রা তাকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়েছি। তবে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here